Manipur: মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, ভয়াবহ ঘটনা মন্তব্য মুখ্যমন্ত্রীর | Bangla News
2022-07-02 38 Dailymotion
মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। সেনা সূত্রে খবর, এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। নোনে জেলার টুপুলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের ইতিহাসে একে ভয়াবহ ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন।